শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

চার দেশের বাণিজ্য প্রদর্শনী জুলাইতে

প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : ভারতীয় ভিসা প্রক্রিয়ায় বৈষম্য দূর করে আরও সহজ করার আহŸান জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ। তিনি বলেন, ভারতীয়দের এ দেশে আসার ক্ষেত্রে কোন পথ ব্যবহার করতে হবে, তার বাধ্যবাধকতা ভিসায় থাকে না। অথচ ভারতীয় ভিসা পাওয়ার ক্ষেত্রে স্থলবন্দর কিংবা আকাশপথে ভ্রমণের বিষয়টি উল্লেখ করতে হয়। এ ধরনের আরও কিছু বৈষম্য দূর করার আহŸান জানান তিনি। সম্প্রতি এফবিসিসিআইর সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন এফবিসিসিআই সভাপতি। এ সময় ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা ও সংগঠনের পরিচালকরা উপস্থিত ছিলেন। আগামী ১৪ জুলাই কলকাতায় বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল (বিবিআইএন) বিজনেস ফোরামের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এ উপলক্ষে ১৫ থেকে ১৭ জুলাই শিলিগুড়িতে বিবিআইএন বিজনেস এক্সপোর আয়োজন করা হয়েছে। এই এক্সপোতে চার দেশের ৬০টি স্টল থাকবে। প্রদর্শনীর বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ থেকে বস্ত্র ও সুতা, কৃষি ও উদ্ভিদজাত সামগ্রী, প্রক্রিয়াজাত খাদ্য, দুগ্ধজাত সামগ্রী, ইলেকট্রিক্যাল সামগ্রী, অবকাঠামো ও পরিবহনবিষয়ক, কেমিক্যাল ও সার, তথ্যপ্রযুক্তি, চামড়াজাত পণ্য এবং অটোমোবাইল খাতের উদ্যোক্তারা প্রদর্শনীতে অংশ নেবেন। এফবিসিসিআইর সভাপতি বলেন, এক্সপোতে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ট্রেড পলিসি ও বাণিজ্য বাধা নিয়ে আলোচনা করা হবে। এখানে পারস্পরিক ব্যবসায়িক সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পথ খোঁজা হবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন