শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

জীবাণুনাশক পণ্যের মূল্যবৃদ্ধি কঠোর অভিযান দাবি ক্যাবের

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২০, ১২:০১ এএম

মাস্কসহ জীবাণুনাশক পণ্যসামগ্রীর মূল্য বাড়িয়ে জনগণকে জিম্মি না করতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়েছেন ক্যাব চট্টগ্রামের নেতৃবৃন্দ। গতকাল বুধবার এক বিবৃতিতে তারা বলেন, করোনা আতঙ্কে মাস্কের পাশাপাশি ডেটল, স্যাভলন, হেক্সিসল, হ্যান্ডওয়াশ, সাবানসহ বিভিন্ন প্রকার জীবাণু ধ্বংসকারী পণ্যের দাম বাড়িয়ে দেয়া হয়েছে। এর প্রভাব পড়েছে বিভিন্ন খাদ্যপণ্যের দামেও।
বিশেষ করে আমদানি নির্ভর ভোগ্যপণ্যের দাম বাড়ানোর পায়তারাও চলছে। ক্যাব নেতারা অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর দাবি জানান। বিবৃতিতে ক্যাব নেতা এস এম নাজের হোসাইন, কাজী ইকবাল বাহার ছাবেরী প্রমুখ স্বাক্ষর করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন