উত্তর : বেতন নেওয়া হারাম হবে না। এখানে কেবল মিথ্যা বলার গুনাহটুকু হবে। অবশ্য নিজের পাওনাটুকু না পাওয়ার আশংকা থাকলে, এভাবে কিছু বাড়িয়ে বলা কট্টর মিথ্যার মধ্যে পড়ে না। এখানে সত্য বললে, টাকা কম দেওয়া হবে। অথচ একই যোগ্যতা নিয়ে কিছু বাড়িয়ে বললে, নিয়োগদাতারা বেতন বেশি দিবে। এমন যখন নিয়ম, তখন সত্য বলে ঠকার মধ্যে সবাই শক্ত থাকতে পারে না। এমন প্রয়োজনে বাড়িয়ে বলা যায়। মনে মনে নিয়ত করবে, আমাকে দেওয়া হয় কম, তবে, আমার পাওয়া উচিত যা আমি বলছি তা। তাহলে কট্টর মিথ্যার গুনাহ না হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যে সমাজে সত্য বলার মূল্য নেই, সেখানেই মানুষকে এ ধরনের কৌশলের আশ্রয় নিতে হয়।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন