সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

একসঙ্গে মসজিদ, মন্দির, গির্জা বন্ধ : ইতিহাসে এই প্রথম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২০, ৭:১৭ পিএম

মিউজিয়াম, স্পোর্টস লীগ এবং অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় বিশ্বজুড়ে হাজার হাজার মসজিদ, গির্জা, সিনাগগ, সঙ্ঘ, মন্দির এবং গুরুদুয়ারা বন্ধ হয়ে গেছে এবং হচ্ছে। প্রাণঘাতি করোনাভাইরাসের বিস্তার রোধ করতেই এ ব্যবস্থা। -সিএনএন
বন্ধ করে দেয়া হয়েছে ওমরাহ পালন। মক্কার পবিত্র মসজিদুল হারামে অতিরিক্ত জনসমাগমে নিরুৎসাহিত করা হচ্ছে। ঘিরে রাথা হয়েছে কাবা শরিফ। স্পর্শ করতে দেয়া হচ্ছে না হাজরে আসওয়াদ।
ভ্যাটিকান কর্তৃপক্ষ জানিয়েছে, এবার সেইন্ট মিটার্স ব্যাসেলিকায় ইস্টারের সমাবেশ আয়োজিত হবে না। কার্ডিনালদেরও নিজ নিজ দেশে থাকার নির্দেশ দেয়া হয়েছে। সেইন্ট পিটার্স ব্যাসেলিকার ইস্টার মাস পরিচালনা করবেন না পোপ ফ্রান্সিস। বন্ধ করে দেয়া হয়েছে পবিত্র ক্রসের গির্জাও। ইস্টারের সবচেয়ে আলোচিত গির্জা এটিই। তীর্থ যাত্রীদের যেতে দেয়া হচ্ছে না ইজরায়েলে। আপাদত বন্ধ রাখা হয়েছে অমৃতসরের বিখ্যাত স্বর্ণমন্দির।
ইস্টারের পরপরই আসছে রমজান মাস। মুসলিমদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মাসটি অন্য বছরের চেয়ে নিশ্চিতভাবে আলাদা হতে যাচ্ছে। অন্য বছরগুলোয় এই মাসেই ওমরার জন্য সবচেয়ে বেশি ভীড় হয়। আর এ বছর বন্ধ আছে ওমরাহ। বন্ধ ঘোষণা করা হয়েছে জেরুজালেমের মসজিদুল আকসা। নগরীটির সব সিনাগও বর্তমানে বন্ধ রয়েছে। এ যেন গ্রেট শাটডাউন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন