রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিজ্ঞাপিত বিপর্যয় ঘোষণা ভারতের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২০, ১২:০২ এএম

করোনাভাইরাস ছড়িয়ে পড়াকে বিজ্ঞাপিত বিপর্যয় ঘোষণা করল ভারতের কেন্দ্রীয় সরকার। একইসঙ্গে ঘোষণা করা হয়েছে যে, করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে ক্ষতিপ‚রণ দেয়া হবে পরিবারকে। মারা না গেলেও শুধু আক্রান্ত হলেও ক্ষতিপ‚রণ পাবে বলে জানানো হয় এক বিজ্ঞপ্তিতে। এ খবর দিয়েছে এনডিটিভি। খবরে বলা হয়েছে, প্রত্যেক রাজ্যের বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে থেকে এর জন্য অর্থ সংগ্রহ করা হবে। একদিন আগেই, কেন্দ্রীয় সরকারের তরফে নেওয়া পদক্ষেপগুলি সংবাদমাধ্যমে জানানো হয়। বলা হয়, সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে এই মারণ ভাইরাস ছড়িয়ে পড়া স্বাস্থ্যক্ষেত্রের জরুরি অবস্থা নয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপ‚রণ দেওয়া হবে। যে সমস্ত করোনা আক্রান্ত ব্যক্তি হাসপাতালে ভর্তি, তাঁদের চিকিৎসার খরচ নির্দিষ্ট করে দিয়েছে রাজ্য সরকার। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, কেরালা ও মহারাষ্ট্রে করোনার বিস্তার সবচেয়ে বেশি । এদিকে করোনা আতঙ্কে কেরালা রাজ্যে রোবট নামানোর খবর পাওয়া গেছে। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়, ভারতের একাধিক রাজ্যে বন্ধ স্কুল, কলেজ বন্ধ করে দেয়া হয়েছে। সুইমিং পুল, সিনেমা হল, শপিং মলও যাতায়াত নিষেধ করা হয়েছে । ইতালিতে আটকে পড়া ২১১ জন শিক্ষার্থী মিলান থেকে ভারতে ফিরেছেন। জি নিউজ, এনডিটিভি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন