রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

করোনা আতঙ্ক : ৫০ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২০, ৯:৩৯ পিএম

ত্রিপুরার আখাউড়া স্থলবন্দর হয়ে ভারতগামী ৪০ থেকে ৫০ বাংলাদেশিকে ফিরিয়ে দিয়েছে ভারতের সীমান্তরক্ষীবাহিনী। দেশটিতে করোনাভাইরাস প্রাদুর্ভাবের তীব্র শঙ্কার মাঝে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও শুক্রবার এই বাংলাদেশিদের ফিরিয়ে দেয়া হয়।-এনডিটিভি, পিটিআই
তারা বলেছেন, ফেরত পাঠানো সবারই বৈধ কাগজপত্র আছে। তবে পশ্চিম ত্রিপুরা জেলার নজরদারি কর্মকর্তা সঙ্গীতা চক্রবর্তী বলেন, মোট ৪০-৪৫ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। কারণ তাদের অনেকেই জ্বর, সর্দি, কাশিসহ নানা উপসর্গে আক্রান্ত। আর এসবই কোভিড-১৯ এর লক্ষণ। সুতরাং কোনও ধরনের ঝুঁকি না নিতেই তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। তিনি বলেন, সম্প্রতি যাদের আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্টের মাধ্যমে ভারতে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে; তাদের প্রত্যেককেই প্রথমে ত্রিপুরায় ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা হবে। শুধুমাত্র যাদের মেডিকেল ভিসা রয়েছে; তাদের প্রথমে থার্মাল স্ক্যানার দিয়ে পরীক্ষা করে দেখা হবে। সেই পরীক্ষায় যারা উতড়ে যাবেন; তাদের বিকেল সাড়ে ৫টার মধ্যে ভারতে প্রবেশের অনুমতি দেয়া হবে।
ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে ৮৫৬ কিলোমিটার। ত্রিপুরার আখাউড়া চেকপোস্টসহ ৮টি চেকপোস্ট রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন