শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

আইএস মোকাবেলায় ইরাকে আরো ৫৬০ মার্কিন সেনা

বাগদাদে পেন্টাগন প্রধান অ্যাশ কার্টারের ঘোষণা

প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা দেওয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্র আরও ৫৬০ জন সেনা পাঠাবে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার এই তথ্য জানিয়েছেন। নতুন সেনা সদস্যরা যোগ দিলে ইরাকে মার্কিন সেনার সংখ্যা ৪,৬৫০ জনে দাঁড়াবে। এই সেনাদের অধিকাংশই ইরাকি সেনাদের প্রশিক্ষণ এবং পরামর্শ দেওয়ার কাজে নিয়োজিত রয়েছেন। কার্টার বলেন, আইএসের শক্তঘাঁটি হিসেবে পরিচিত মসুল উদ্ধারে প্রকৌশল ও যুদ্ধকৌশল বিশেষজ্ঞ এই বাড়তি সেনারা স্থানীয় সেনাদের পরিকল্পনায় সহায়তা করবেন। ইরাকের রাজধানী বাগদাদে আকস্মিক সফরে গিয়ে কার্টার এই ঘোষণা দেন। নয়া সেনা সদস্যরা কায়ারা বিমানঘাঁটিতে অবস্থান করবেন। এই ঘাঁটিটি গেল গত শনিবার আইএস জেহাদিদের হাত থেকে ইরাকি সরকারি বাহিনী উদ্ধার করেছে। বিমানঘাঁটিটির অবস্থান মসুলের ৪০ মাইল দক্ষিণে। ইরাকি শহরগুলোর মধ্যে এখন একমাত্র মসুলই আইএসের নিয়ন্ত্রণে রয়েছে। ২০১৪ সালের জুনে আইএস ইরাকি সেনাদের তাড়িয়ে মসুল দখল করে নেয়। সিরিয়া ও ইরাকে যে শহরগুলোতে আইএস নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল সেই শহরগুলোর মধ্যে মসুলই সবচে বড়। ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি এ বছর শেষ হওয়ার আগেই আইএসের দখল থেকে মসুল উদ্ধারের অঙ্গীকার করেছেন। এর আগে, পেন্টাগন প্রধান অ্যাস্টন কার্টার গত সোমবার বাগদাদ এসে পৌঁছেন। ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াই এবং জিহাদিদের কাছ থেকে মসুল পুনর্দখলের পরিকল্পনা নিয়ে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদির সঙ্গে আলোচনার জন্য তিনি এ সফর করছেন। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেয়ার পর এটা ইরাকে তার চতুর্থ সফর। সফরের আগে একটি সামরিক বিমানে কার্টার সাংবাদিকদের বলেন, মসুলে আইএসকে ধ্বংস ও নগরীর ওপর নিয়ন্ত্রণ প্রতিার জন্য পরিচালিত অভিযানে পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে প্রধানমন্ত্রী আবাদি ও আমাদের কমান্ডারদের সঙ্গে আলোচনা করা হবে। তিনি বলেন, চূড়ান্ত লক্ষ্য হল-ইরাকের নিরাপত্তা বাহিনী দেশটির সব এলাকা পুনর্দখল করুক এবং অবশ্যই মসুল একটি বৃহত্তম লক্ষ্য। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন