রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

এনডিসিতে বঙ্গবন্ধুর জীবনী শীর্ষক প্যানেল ডিসকাশন সেশন অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২০, ১২:০১ এএম

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জ›মবার্ষিকী উপলক্ষে সোমবার মিরপুর সেনানিবাসস্থ ন্যাশনাল ডিফে›স কলেজে বঙ্গবন্ধুর জীবনী শীর্ষক একটি প্যানেল ডিসকাশন সেশনের আয়োজন করা হয়। মুক্তিযুদ্ধ জাদুঘরের বোর্ড অব ট্রাস্টি সদস্য মফিদুল হক সেশনটি পরিচালনা করেন। উক্ত প্যানেল ডিসকাশনে বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান, সাবেক রাষ্ট্রদুত মুহাম্মদ জমির এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ও বঙ্গবন্ধু আতিউর রহমান যথাক্রমে ‘রাজনীতিবিদ হিসেবে বঙ্গবন্ধু’, ‘রাষ্ট্রনায়ক হিসেবে বঙ্গবন্ধু’ এবং ‘নেতা হিসেবে বঙ্গবন্ধু’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। উক্ত আলোচনায় বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় যা উপস্থিত সকলকে অনুপ্রানিত করে। লে. জেনারেল শেখ মামুন খালেদ, কমান্ড্যান্ট, ন্যাশনাল ডিফে›স কলেজ, সকল ফ্যাকাল্টি এবং ন্যাশনাল ডিফে›স কোর্স-২০২০ এর সকল কোর্স সদস্য এ আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।-আইএসপিআর

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন