বিশ্বজুড়ে মহামারির আকার নিয়েছে করোনার সংক্রমণ। প্রতিরোধের উপায় খুঁজছে সব দেশ। এই ভাইরাসে (কোভিড-১৯) বিশ্বব্যাপী সাত হাজারের অধিক লোকের প্রাণহানি ঘটেছে। এমন পরিস্থিতিতে ভাইরাসটির সংক্রমণ থেকে বাঁচতে বিশ্বখ্যাত ধর্ম প্রচারক মাওলানা তারিক জামিলের দ্বারস্থ হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। খবর জিয়ো নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৬ মার্চ) পাক প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশ্বখ্যাত ধর্ম প্রচারক মাওলানা তারিক জামিলের সঙ্গে ইমরান খানের বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় তারা বিশ্বব্যাপী মরণঘাতী ভাইরাসটি নিয়ে পারস্পরিক মতবিনিময় করেন। তখন ইমরান খান ধর্মীয় অঙ্গনে করোনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বিষয়ে তারিক জামিলকে বিশেষ ভূমিকা রাখার আহ্বান জানান।
পরবর্তীকালে করোনা থেকে রক্ষা পেতে সকলের মুক্তির জন্য মাওলানার কাছে বিশেষ দোয়া চান পাক প্রধানমন্ত্রী। তখন তাবলিগী ইজতেমাসহ ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান আপাতত সীমাবদ্ধ রাখারও অনুরোধ জানান তিনি।
পাক স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে প্রাণঘাতী করোনার থাবায় এখন পর্যন্ত একজনের প্রাণহানিসহ মোট আক্রান্তের সংখ্যা ১৮৪ জনে দাঁড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, উৎপত্তিস্থল চীনের সীমা অতিক্রম করে এর মধ্যে বিশ্বের অন্তত ১৬২টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। বিশ্বব্যাপী ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ১ লাখ ৮৩ হাজার মানুষ। আর করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও এরই মধ্যে ৭ হাজার ১৬৬ জনে পৌঁছেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন