সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

দক্ষিণ-পূর্ব এশিয়াকে হু’র সতর্কবার্তা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২০, ১২:০৩ এএম

নভেল করোনাভাইরাসের বৈশ্বিক প্রাদুর্ভাবের মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডবিøউএইচও। এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্পষ্ট করে বলেছে, পরিস্থিতি যেভাবে দ্রæত বদলাচ্ছে, তাতে ভাইরাসের বিস্তার ঠেকাতে এ অঞ্চলের দেশগুলোকে কঠোর পদক্ষেপ নিতে হবে, আর তা এখনই। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, চীনকে বাদ দিলে ডবিøউএইচওর হিসাবে দক্ষিণ-প‚্র্ব এশিয়ার দেশগুলোতে প্রায় ৫০০ মানুষ প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ অঞ্চলের দেশগুলোর পরিস্থিতি ইউরোপ-আমেরিকার তুলনায় এখনও ভালো হলেও গত কয়েক দিনে দক্ষিণ-পূর্ব এশিয়ার পরিস্থিতিও অবনতির দিকে। এ আঞ্চলে ডবিøউএইচওর পরিচালক পুনম ক্ষেত্রপাল সিং বলেন, নতুন নতুন জায়গায় একসঙ্গে অনেক লোকের সংক্রমণের তথ্য আসছে। এতে বোঝা যাচ্ছে যে ভাইরাস সংক্রমণের নজরদারির কাজটা কার্যকরভাবেই হচ্ছে। কিন্তু সেই সঙ্গে এটাও স্পষ্ট যে কোভিড-১৯ প্রতিহত করতে আমাদের আরো কঠোরভাবে এবং সামগ্রিকভাবে সমাজের সবাইকে নিয়ে জরুরি পদক্ষেপ নিতে হবে। ডবিøউএইচও যে এলাকাকে দক্ষিণ-প‚্র্ব এশিয়া হিসেবে চিহ্নিত করে, তার ১১টি দেশের প্রায় সবগুলোতেই নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে থাইল্যান্ডে ১৭৭ জন, ইন্দোনেশিয়ায় ১৩৪ জন, ভারতে ১২৫ জন, শ্রীলংকায় ১৯ জন, মালদ্বীপে ১৩ জন, বাংলাদেশে ১০ জন, নেপালে ১ জন এবং ভুটানে ১ জনের আক্রান্ত হওয়ার তথ্য এসেছে মঙ্গলবার পর্যন্ত। বিবিসি।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন