স্টাফ রিপোর্টার : মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদ-ের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিল শুনানি আজ (মঙ্গলবার)। গতকাল সোমবার সুপ্রিমকোর্র্টের ওয়েবসাইটে দেখা যায়, মীর কাসেম আলীর আপিল শুনানির জন্য ছয় নম্বর রাখা হয়েছে। গত ৬ জানুয়ারি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ ২ ফেব্রুয়ারি শুনানির দিন ঠিক করে। বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে এটি আপিল আদালতে আসা সপ্তম মামলা, যার ওপর শুনানি শুরু হতে যাচ্ছে। ২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মীর কাসেম আলীকে মৃত্যুদ- দেয়। ওই রায়ের বিরুদ্ধে ৩০ নভেম্বর আপিল করেন তিনি। দেড়শ’ পৃষ্ঠার মূল আবেদন ও এক হাজার ৭৫০ পৃষ্ঠার নথিপত্রসহ করা আপিলে মীর কাসেম সাজা বাতিল চেয়ে খালাস চান। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে করা আপিলের ওপর ষষ্ঠ মামলার রায়। এর আগে পাঁচটি রায়ের মধ্যে চারটিতে জামায়াতের দুই সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লা ও মুহাম্মদ কামারুজ্জামান, দলটির সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকর হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন