সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

গুলশান হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য গোয়েন্দা প্রধানদের বরখাস্ত করা উচিত এরশাদ

প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : গুলশানের আর্টিজান রেস্টুরেন্টে হামলা প্রতিরোধে ব্যর্থতার জন্য দেশের গোয়েন্দা প্রধানদের বরখাস্তের দাবি জানিয়েছেন জাতীয় পার্টিও চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ।
তিনি বলেন, এত বড় বাহিনী থাকা সত্ত্বেও গুলশানের আর্টিজান রেস্টুরেন্টে আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে জঙ্গিরা ঢুকলো কীভাবে? তবে এই হামলার জন্য প্রকারান্তরে পশ্চিমাদের দায়ী করেন। আর জঙ্গি ইস্যু সমাধানে সব দলকে নিয়ে বসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। গতকাল মঙ্গলবার ঠাকুরগাঁও সদর উপজেলার বড় খোঁচাবাড়ি দৌলতপুর গ্রামে নর্থ’স এগ মুরগি ফার্ম পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন এরশাদ।
তিনি আরো বলেন, ‘গুলশান হামলায় প্রথমে বিদেশিদের হত্যা করা হয়েছে। বাঙালিদের গায়ে হাত দেয়া হয়নি। বাঙালি একটি ছেলে মারা গেছে। প্রশ্ন হলো, কেন বিদেশিদের মারা হলো। এর উত্তর আমি দিচ্ছি।’
এই উত্তর দিতে গিয়ে সাবেক এই প্রেসিডেন্ট ইরাক, লিবিয়া, সিরিয়া, আফগানিস্তান ধ্বংসের ঘটনায় পশ্চিমা শক্তিগুলোকে দায়ী করেন। তিনি পশ্চিমাদের উদ্দেশে বলেন, ‘তোমরা মারছ। তারা প্রতিশোধ নিয়েছে। কিন্তু সাহস কওে কেউ কিছু বলতে পারছে না।’
এরশাদ বলেন, গুলশানে এত বড় হত্যাকা- ঘটল, এতো অস্ত্রপাতি নিয়ে জঙ্গিরা ঢুকল। কিন্তু তাদের এভাবে ঢোকার কথা না। জঙ্গিদের ব্যাপাওে গোয়েন্দাদের কোনও খোঁজ-খবর ছিল না। ইন্টেলিজেন্স বিভাগ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাই গোয়েন্দা প্রধানদের বরখাস্ত করা উচিত। সমস্যা সমাধানে আলোচনায় বসার আহ্বান জানিয়ে এরশাদ বলেন, আসুন, বসে আলোচনা করি। আমরা সুস্থ ধারার রাজনীতি করি। তাই আসুন, সন্ত্রাস আর ভাঙচুরের রাজনীতি বন্ধ করি। যেসব দল সুস্থধারার রাজনীতি করে তাদের নিয়ে বসা যায়। তবে কাজটি সরকারকে করতে হবে। সূত্র- শীর্ষ নিউজ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন