মালেক মল্লিক : সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ সমপর্যায়ের ৫০ জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন স্থানে বদলির আদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়। একই সঙ্গে নতুন নিয়োগপ্রাপ্ত ৪৭ জন সাব-রেজিস্ট্রারের পদায়নের আদেশ (প্রথম পদায়ন) জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের আদেশে উল্লেখ করা হয়, সুপ্রিমকোর্টের সাথে পরামর্শক্রমে সহকারী জজ/সিনিয়র সহকারী জজ/জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/সমপর্যায়ের ৫০ জন কর্মকর্তার বর্তমান কর্মস্থল হতে বদলি করে পুনরাদেশ না দেয়া পর্যন্ত বর্ণিত পদে ও কর্মস্থলে বদলি করা হলো। বদলির আদেশপ্রাপ্ত কর্মকর্তাদের নাম, বর্তমান কর্মস্থল ও বদলিকৃত কর্মস্থল মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানা যাবে।
এ বিষয়ে জানতে চাইলে আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম দৈনিক ইনকিলাবকে বলেন, সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ সমপর্যায়ের ৫০ জন কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলির আদেশ জারি করেছে মন্ত্রণালয়। এছাড়াও ৪৭ জন সাব-রেজিস্ট্রারের পদায়নের আদেশ জারি করা হয়েছে বলেও জানান তিনি। পদায়নের আদেশপ্রাপ্ত কর্মকর্তাদের অবিলম্বে তাদের নামের পার্শ্বে বর্ণিত কর্মস্থলে যোগদানের নির্দেশ প্রদান করা হয়েছে। গত সোমবার আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করে। জানা যায়, গত ২৬ মে ২৬ জন সাব-রেজিস্ট্রারকে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে নিয়োগ দেয়া হয়। বাকি ২১ জনকে পরে নিয়োগ দেয়া হয়। তারা জুন মাসে ঢাকায় আইন মন্ত্রণালয়ের নিবন্ধন পরিদপ্তরে যোগদান করেন।
পদায়নকৃত সাব-রেজিস্ট্রাররা হলেনÑ সাব-রেজিস্ট্রার রাজীব মজুমদার সুনামগঞ্জের তাহেরপুর ও খায়রুল বাশার ভূঁইয়া পাভেল দক্ষিণ সুনামগঞ্জ, হাফিজুল রহমান হবিগঞ্জের লাখাই, রাসেল মল্লিক ভোলার দক্ষিণ আইচা, রাফেয়েল ফাতেমী ভোলার তজুমুদ্দীন, জাহিদুল হক ক্ষেতলাল, মনজুরুল আলম বাহুবল, মিজানুর রহমান বনপাড়া, মাহ্ফুজুর রাহমান পঞ্চগড়, নাজরান রউফ হরিপুর, জুবায়ের হোসেন ডিমলা। এছাড়াও এস.এম আবু মুছা দাকোপ, মহসীন উদ্দিন আহমেদ বরিশালের চাখার, জহিরুল ইসলাম কুড়িগ্রামের নাগেশ্বরী, তৌহিদুল ইসলাম নীলফামারীর কিশোরগঞ্জ, মিজাহারুল ইসলাম কুড়িগ্রামের রাজারহাট, রবিউল ইসলাম দিনাজপুরের নবাবগঞ্জ, হেনায়েত উদ্দিন কুমিল্লার ব্রাহ্মণপাড়া, মাকসুদুর রহমান বরগুনার বামনা, এসএম রুবেল পারভেজ গোয়ালন্দঘাট, রায়হান মিয়া ফরিদপুরের শালথা, দেবদ্যুতি রায় তেতুলিয়া, অঞ্জনা রানী দিনাজপুরের হাকিমপুর, ফরিদা আক্তার ফেনীর ফুলগাজী।
সাদিকুল ইসলাম তালুকদার মুজিবনগর, সৈয়দ মোয়াজ্জেম হোসেন ইটনা, আবুল হোসেন দেওয়ান মনপুরা, আ. করিম খান শরীয়তপুরের ভেদরগঞ্জ, আবুল বাসার খান পাবনা, শান্তি রঞ্জন বৈদ্য নেত্রকোনার মোহনগঞ্জ, ক্ষিরোদ চন্দ্র বোস হিজলা, আবদুল গণি ভূঁইয়া কিশোরগঞ্জের হোসেনপুর, আব্দুর রহমান ভূইয়া শেরপুরের ঝিনাইগাতি, গৌরাঙ্গ চন্দ্র দেবনাথ মহেশখালী, শরিয়ত হোসেন খোকশা, জাহাঙ্গীর আলম মজুমদার পলাশবাড়ী, রওশন আরা বেগম নওগাঁর পোরশা, এসএম কামরুল হোসেন আদিতমারী, মোছা. মমতাজ বেগম গঙ্গাচড়া, নিতেন্দ্র লাল দাস জীবননগর, ফজলে রাব্বী দশমিনা, হাবিবুর রহমান তালুকদার মোল্লারহাট, অশোক কুমার বসাক কোর্টচাঁদপুর, জয়নাল আবদীন মাগুরার শ্রীপুর, আবুল কাসেম জৈন্তাপুর, মো. ইউনুস জামালপুরের মাদারগঞ্জ ও রাশিদা ইয়াসমিন মিলিকে রাজশাহীর পবাতে পদায়ন করা হয়েছে। এছাড়াও ৫০ জন বিচারকের নতুন বদলি স্থলের বিষয়টি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন