শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ক্যালিফোর্নিয়ায় সবাইকে বাড়িতে থাকার নির্দেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২০, ১২:০২ এএম

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সবাইকে বাড়িতেই থাকার নির্দেশ দেয়া হয়েছে। গভর্নর গেভিন নিউসম এক বিবৃতিতে বলেছেন, এই মহামারির সময় ক্যালিফোর্নিয়ার জনগণের একমাত্র জরুরি প্রয়োজনেই ঘর থেকে বের হওয়া উচিত। যুক্তরাষ্ট্রে সবগুলো অঙ্গরাজ্যেই করোনাভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত দেশটিতে ১৪ হাজার ২৯৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ২১৮। সেখানে নতুন করে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৪০ জন। বিশ্বজুড়ে ১৭৯টি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে ২ লাখ ৪৫ হাজার ৬১৩ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ১০ হাজার ৪৮ জন। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৮ হাজার ৪৩৭ জন। গভর্নর নিউসম বলেছেন, এটা এমন একটা মুহ‚র্ত যখন আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আমাদের বাস্তবতা মেনে নিতে হবে। তিনি এক নির্দেশনায় বলেছেন, মুদি দোকান, ওষুধ বা ব্যায়ামের জন্য বাসার বাইরে বের হওয়া যাবে। সিএনএন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন