শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

তথ্যমন্ত্রীর সঙ্গে ডিইউজে নেতাদের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২০, ২:৫১ পিএম

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) একাংশের নবনির্বাচিত নেতারা।

ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুর নেতৃত্বে সোমবার (২৩ মার্চ) তারা বাংলাদেশ সচিবালয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

সাক্ষাৎকালে সাংবাদিক নেতারা করোনাভাইরাসের ঝুঁকি প্রশমিত করতে সরকারের বিভিন্ন ধরনের উদ্যোগকে স্বাগত জানান।

ডিইউজের নতুন সভাপতি কুদ্দুস আফ্রাদের নেতৃত্বে নেতারা তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে দাবি দাওয়া তুলে ধরেন।

নেতারা জানান, দেশের এই উদ্বেগজনক পরিস্থিতির মাঝেই বেসরকারি টেলিভিশন এসএটিভি ২৭ জন ও আগামী নিউজ ৭ জনকে চাকরিচ্যুত করেছে।

তারা মন্ত্রীর কাছে চাকরিচ্যুতদেরকে অবিলম্বে নিজ নিজ প্রতিষ্ঠানে পুনর্বহালের দাবি জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন