বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

এক মাসের লকডাউনে নিউজিল্যান্ড, ঘরে থাকতে জেসিন্ডার আহ্বান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২০, ৫:১৫ পিএম

নিউজিল্যান্ডে একদিনে ৪০ জন আক্রান্ত হলে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৫ জনে। তবে এ পর্যন্ত ভাইরাস আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। মঙ্গলবার আগাম সতর্কতা অবলম্বন করে এক মাসের লকডাউন ঘোষণা দিয়ে জনগণকে ঘরে থাকতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। -রয়টার্স
প্রধানমন্ত্রী তার দেশের জনগণকে সামাজিক যোগাযোগ কমিয়ে ফেলারও আহ্বান করেন। বুধবার মধ্যরাত থেকে কার্যকর হওয়া বিধিনিষেধের আওতায় বন্ধ থাকবে অপ্রয়োজনীয় পরিষেবা, স্কুল এবং অফিস।
অন্যান্য দেশের তুলনায় নিউজিল্যান্ডের সংক্রমণের সংখ্যা কম এবং এর বিস্তার প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং দেশটিতে সমস্ত আগত ভ্রমণকারীদের সেল্ফ কোয়ারেন্টাইনে থাকার বিধিনিষেধ জারি করে জনগণকে জমায়েত নিষিদ্ধ করেছে। অথচ প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়ায় ১ হাজার ৮৮৬ জন আক্রান্ত হলেও এখনও দেশব্যাপী লকডাউন ঘোষণা করেনি দেশটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন