বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

লকডাউনে ভারতের দুই-তৃতীয়াংশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২০, ১২:১০ এএম

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে প্রায় পুরো ভারতই কার্যত লকডাউন অবস্থায় আছে। দেশটির ৩২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৭২০টি জেলার মধ্যে ৫৬০টি জেলা পুরোপুরি ‘লকডাউন’ করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। এখন পর্যন্ত ভারতে করোনাভাইরাসে আক্রান্ত ৪৯৬ জনকে শনাক্তের কথা কর্মকর্তারা নিশ্চিত করেছেন, মারা গেছে ৯ জন। দেশটির প্রায় সব গুরুত্বপ‚র্ণ রাজ্যে কভিড-১৯ রোগী শনাক্ত হওয়ায় সোমবার কেন্দ্রীয় সরকার আরও বেশ কিছু নতুন বিধিনিষেধ আরোপ করেছে। মঙ্গলবার রাত থেকে অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। যারা ‘লকডাউন’ বিধিনিষেধ মানবে না তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করেছে কর্তৃপক্ষ। উত্তর-প‚র্বাঞ্চলীয় মনিপুর রাজ্যে যুক্তরাজ্যফেরত ২৩ বছর বয়সী এক নারীর দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন। দেশটির উত্তরপশ্চিমের রাজ্যগুলিতে এটাই প্রথম কোনো কভিড-১৯ রোগী, বলছে এনডিটিভি। আক্রান্ত নারী যুক্তরাজ্যে পড়াশোনা করতেন; তাকে মনিপুরের রাজধানী ইমফলের জওহরলাল নেহেরু ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে আইসোলেশনে রাখা হয়েছে। কোয়ারেন্টিনে থাকা তার পরিবারের সদস্যদের দেহে ভাইরাসটির উপস্থিতি পরীক্ষা করে দেখা হচ্ছে। আক্রান্ত নারীর সংস্পর্শে আর কারা কারা এসেছিলেন তাদেরও খোঁজ চলছে। এনডিটিভি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন