শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

দুর্নীতির অভিযোগ প্রমাণিত ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও সহযোগী অধ্যাপক বহিষ্কার

প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটো ও সহযোগী অধ্যাপক (ডেন্টিস্ট্রি) ডা. গণপতি বিশ্বাস শুভকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। রাষ্ট্রপতির এক আদেশক্রমে সচিব সৈয়দ মন্জুরুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ গত ১২ জুলাই জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ফরিদপুর মেডিকেল কলেজের ১৬৬টি যন্ত্রপাতি ডিপিপির মূল্যের চেয়ে বেশি মূল্যে ক্রয়/সংগ্রহ করার পিপিএ, ২০০৬ ও পিপিআর, ২০০৮ লঙ্ঘিত হয়েছে এবং এতে চরম আর্থিক অনিয়ম সংঘটিত হয়েছে। এরূপ যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে পিপিএ ও পিপিআর সংশ্লিষ্ট বিধিসমূহ লংঘনের বিষয়সহ এতদসংক্রান্ত অন্যান্য বিষয়ের অনিয়ম তদন্তে প্রমাণিত হওয়ায় বিএসআর পার্ট-১ বিধি ৭৩ মোতাবেক উক্ত দুই ডাক্তার অধ্যক্ষ ডা. আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটো ও সহযোগী অধ্যাপক ডা. গণপতি বিশ্বাস শুভকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। উল্লেখ্য প্রায় সাড়ে চারশত কোটি টাকা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালকে বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে প্রায় ১৫০ কোটি টাকা মেডিকেল কলেজের যন্ত্রপাতি ক্রয়ের জন্য বরাদ্দ ছিল। বাকী টাকা মেডিকেল কলেজ হাসপাতালের অবকাঠামো নির্মাণের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন