শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু

প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পাট-১ এর সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। তার নাম মতিউর রহমান (৫০)। তিনি ঢাকার বংশাল থানার মৃত আলী আজগর আলীর ছেলে এবং মাদক মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন।
কাশিমপুর কারাগার-১ এর ডেপুটি জেলার মুশফিকুর রহমান জানান, মতিউর রহমান রোববার দিবাগত রাত সোয়া ১টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে কারা হাসপাতাল এবং পরে রাত ২টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, মতিউর রহমান মাদক মামলার ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ১০ মাসের বিনাশ্রম সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন। গত বছরের ১৮আগস্ট তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে আনা হয়েছিল।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আব্দুস সালাম সরকার জানান, মৃতাবস্থায় মতিউরকে এ হাসপাতালে আনা হয়েছিল।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন