বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

আসামেও স্টেডিয়ামে কোয়ারেন্টাইন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২০, ১২:০৩ এএম

চীনের উহানের মতো করোনা আক্রান্তদের জন্য স্টেডিয়ামে কোয়ারেন্টাইন কেন্দ্র তৈরি হচ্ছে ভারতের আসামেও। আক্রান্তদের আলাদা রাখা ও চিকিৎসা দেয়ার জন্য রাজ্যের সরুসোজাই স্পোর্টস কমপ্লেক্সে তৈরি করা হচ্ছে ৭০০ বেডের বিরাট এক কোয়ারেন্টাইন কেন্দ্র। চলতি সপ্তাহেই স্টেডিয়ামটি বিরাট এক অস্থায়ী হাসপাতালে পরিণত হবে। বৃহস্পতিবার স্টেডিয়ামটি পরিদর্শন শেষে দেয়া এক টুইট বিবৃতিতে এ কথা জানান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। আসামের আরও একটি স্টেডিয়ামকেও কোয়ারেন্টাইন হাসপাতাল হিসেবে ব্যবহারের প্রস্তাব দিয়েছে রাজ্যের ক্রিকেট বোর্ড। খবর এনডিটিভির। টুইটে হিমন্ত লেখেন, একটি বিশাল কোয়ারেন্টাইন কেন্দ্র তৈরি করা হচ্ছে গুয়াহাটির সরুসোজাই স্পোর্টস কমপ্লেক্সে। একসঙ্গে ৭০০ জনকে রাখার ক্ষমতা রয়েছে এই কেন্দ্রের। সকালে সেখানকার প্রস্তুতি খতিয়ে দেখতে পরিদর্শনে গিয়েছিলাম। এক সপ্তাহের মধ্যে এটি প্রস্তুত হয়ে যাবে। টুইটের সঙ্গে ছবিও শেয়ার করেছেন বিশ্বশর্মা। সেখানে দেখা যাচ্ছে, মাস্ক পরিহিত কর্মীরা বাঁশের কাঠামোর সঙ্গে দড়ি বেঁধে তৈরি করছেন কেন্দ্রটি। দীর্ঘ এ কেন্দ্রটি ইউ শেপের এয়ারক্র্যাফট হ্যাঙ্গারের মতো দেখতে। অর্থাৎ বিমান রাখার বিরাট কেন্দ্রের মতোই বড় হবে কেন্দ টি। রোগীদের চিকিৎসায় আসাম মেডিকেল কলেজের শেষ বর্ষের ৭০০ ছাত্রকে ও ২০০০ নার্স প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলেও জানান তিনি। এনডিটিভি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন