শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

তাপদাহে হাঁসফাঁস

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২০, ১২:০২ এএম

চাঁদপুরে ৩৭.৫ ডিগ্রি : ঝড়ের আভাস
 সূর্যের কড়া তেজে প্রায় দেশজুড়ে মধ্যচৈত্রে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। ক্রমেই হাঁসফাস হয়ে উঠছে জীবনযাত্রা। আবহাওয়া বিভাগ জানায়, গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চাঁদপুরে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ৩৫.৮ এবং ২৩.৯ ডিগ্রি সে.। আজ রোববারও দিনের বেলায় খরতাপ অব্যাহত থাকতে পারে।

বর্তমানে সমগ্র বরিশাল বিভাগ, যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চল, বৃহত্তর ঢাকা অঞ্চলসহ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, হাতিয়া, খুলনা, বাগেরহাট, চুয়াডাঙ্গা অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া বিভাগ জানায়, চৈত্রে এটি প্রকৃতির স্বাভাবিক খরতাপ। সামনে কালবৈশাখী, বজ্রঝড় ও শিলাবৃষ্টিরও শঙ্কা আছে। আপাতত সঙ্কেত কিংবা সতর্কতা নেই।
এ তাপদাহ অব্যাহত থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই। এরপরের ৫ দিনে বিক্ষিপ্ত বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস দেয়া হয়েছে।
লঘুচাপের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। স্বাভাবিক লঘুচাপ বিরাজ করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন