চুয়াডাঙ্গার দর্শনায় দেশের একমাত্র সরকার মালিকানাধীন ডিস্ট্রিলারি প্রতিষ্ঠান ‘কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড’ এ স্বস্তি ফিরেছে। কর্মকর্তা-কর্মচারিদের মাঝে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। উৎপাদনেও এসেছে গতি। করোনা প্রকোপের পরিপ্রেক্ষিতে ত্বরিৎ সিদ্ধান্তে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন শুরুর পরদিনই বদলি করা হয়েছিল প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জাহিদ আলী আনছারীকে। তার এই আকস্মিক বদলিতে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন ব্যহত হওয়ার আশংকা দেখা দেয়। বিষয়টি উল্লেখ করে গত সোমবার প্রতিবেদন প্রকাশ করে দৈনিক ইনকিলাব। পরে অবশ্য শিল্প সচিব মো. আব্দুল হালিমের মৌখিক নির্দেশে জাহিদ আলী আনছারীকেই প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ চালিয়ে যেতে বলেন।
শিল্পমন্ত্রণালয় সূত্র জানায়, করোনা মহামারীর উদ্ভূত পরিস্থিতিতে জনস্বার্থে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদনের উদ্যোগ নেয় রাষ্ট্রীয় মালিকানাধীন দেশের একমাত্র ডিস্টিলারি কেরু এন্ড কোং। ‘কেরুজ হ্যান্ড স্যানিটাইজার’ নামে এ পণ্য বাজারেও সাড়া ফেলে। কিন্তু গত ২৪ মার্চ প্রতিষ্ঠানের এমডিকে আকস্মিকভাবে বদলি করা হয় জাতীয় ইক্ষু গবেষণাগারে। এতে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন ব্যহত হওয়ার আশংকা দেখা দেয়। সূত্র আরো জানায়, জাহিদ আলী আনছারীর চাকরির মেয়াদ শেষ হবে আগামী ১৯ এপ্রিল। ওই সময় পর্যন্ত বর্তমান পদে দায়িত্ব চালিয়ে যেতে বলেছেন শিল্প সচিব। তবে এই জরুরি পরিস্থিতিতে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে একই পদে রেখে দেয়া হবে কি না-এ বিষয়ে সরকার এখনও সিদ্ধান্ত নেয়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন