শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

মহামারীর মাঝেও দূষিত বাতাসের শহরের তালিকায় প্রথম ঢাকা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২০, ২:১০ পিএম

করোনাভাইরাসের মাঝেও বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় এখন প্রথম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজ শুক্রবার সকালে ৮টা ১৩ মিনিটে একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) বা বাতাসের মান সূচকে ঢাকার স্কোর ছিল ২০২। যার অর্থ হলো জনবহুল ঢাকার বাতাসের মান খুব অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে যা স্বাস্থ্য সতর্কতাসহ জরুরি অবস্থা হিসেবে বিবেচনার যোগ্য!

তালিকায় থাইল্যান্ডের চিয়াং মাই ও চীনের শেনইয়াং যথাক্রমে ১৯২ ও ১৬৫ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে।

প্রসঙ্গত, কোন একটি নির্দিষ্ট শহরের প্রতিদিনের বাতাসের মান নিয়ে একিউআই সূচক তৈরি করা হয়। যার মাধ্যমে সেই শহরের বাতাস কতোটুকু বিশুদ্ধ বা দূষিত এবং সেই সঙ্গে ওই পরিস্থিতিতে নাগরিকদের জন্য কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে সেই তথ্য দেওয়া হয়।

একিউআই সূচকে ৫০ এর নীচে স্কোর থাকার অর্থ হলো বাতাসের মান ভালো। সূচক ৫১ থেকে ১০০ স্কোরের মধ্যে থাকলে বাতাসের মান গ্রহণযোগ্য বলে ধরে নেয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন