করোনা আক্রান্তদের চিকিৎসায় প্রস্তুত চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১০ শয্যার ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) বসছে ভেন্টিলেটর। দেশের আট বিভাগের ১১টি হাসপাতালে আইসিইউ সুবিধা বৃদ্ধির অংশ হিসাবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, সংকট মোকাবিলায় সরকার ১০টি ভেন্টিলেটর বসানোর নির্দেশনা দিয়েছে। যত দ্রুত সম্ভব আইসিইউ চালু করতে কাজ চলছে। এর মধ্যে পরিস্থিতি সামাল দিতে চমেক হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতাল পার্কভিউ এবং ইমপেরিয়াল হাসপাতালের আইসিইউ প্রস্তুত রাখার হয়েছে। এছাড়া ফৌজদারহাটের বিআইটিআইডিতেও আইসিইউ সুবিধা গড়ে তোলা হবে।
এদিকে চিকিৎসক ও নার্সদের সুরক্ষায় পর্যাপ্ত পিপিই এবং করোনা সনাক্তে কিট সরবরাহও অব্যাহত আছে। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ১৫০টি পিপিই দিয়েছেন। দুই হাজার পিপিই দিয়েছে এস আলম গ্রুপ। আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার বিপ্লব বড়–য়া দিয়েছেন ৫০০ কিট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন