শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

করোনার জন্য তাবলিগ নয়, মোদি সরকারকেই দোষী মনে করেন অরুন্ধতী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২০, ৫:০৩ পিএম

দিল্লির তাবলিগ জামাতে অংশ নেয়া কয়েক জনের শরীরে নভেল করোনাভাইরাস পাওয়ার পর ভারতে সংক্রমণ ছড়ানোর জন্য মুসমানদের দায়ী করা হচ্ছে। শুক্রবার নিজের লেখা এক কলামে এ ধরণের মানসিকতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতীয় ঔপন্যাসিক ও লেখক অরুন্ধতী রায়। বরং তিনি সংক্রমণ ছড়ানোর জন্য মোদি সরকারকেই দায়ি করেছেন।

বুকার পুরস্কারজয়ী এই লেখক প্রভাবশালী সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসে‘দ্য প্যানডেমিক ইজ অ্যা পোর্টাল’ শিরোনামের লেখা কলামে বলেছেন, এটি মুসলিমদের কলঙ্কিত করার চক্রান্ত। নিবন্ধে অরুন্ধতী লিখেছেন, ‘ভারতে অর্থনৈতিক দূরবস্থা চলছে। চলছে রাজনৈতিক অস্থিরতা। এর ভেতর মূলধারার গণমাধ্যম ২৪/৭ ঘণ্টা মুসলিম বিরোধী ক্যাম্পেইন মেশাচ্ছে। তাবলিগ জামাত নামের একটি সংগঠন লকডাউনের আগে যে সভা করেছে ভাইরাস ছড়ানোর জন্য তাকে সুপার স্প্রেডার বলা হচ্ছে।’ ভাষার এমন ব্যবহারকে চক্রান্ত মনে করেন তিনি, ‘সার্বিক সুর শুনে হচ্ছে জিহাদের মতো মুসলিমরাই ভাইরাস ডেকে এনেছে।’

ভারতে করোনাভাইরাস ছড়ানোয় মোদি সরকারকে পরোক্ষভাবে দায়ী করে তিনি বলেন, ‘ডিসেম্বরে, যখন চীন উহানে ভাইরাসের প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়াই চালাচ্ছিল, ভারত সরকার সংসদে সদ্য পাস হওয়া বৈষম্যমূলক মুসলিম বিরোধী ‘নাগরিকত্ব আইন’র বিরুদ্ধে সৃষ্ট গণ-অভ্যুত্থানের মোকাবেলা করছিল।’

তিনি মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দিল্লি নির্বাচনে হেরে গিয়ে বিজেপির ক্ষোভ যেয়ে পড়ে মুসলমানদের উপরে। হারের জন্য তারা মুসলিমদেরকেই দায়ী মনে করেছিল। যার ফলে সশস্ত্র হিন্দু সন্ত্রাসীরা মুসলমানদের উপরে হামলা চালায়। তাদের বাড়ি-ঘর, মসজিদ পুড়িয়ে দেয়। এতে ৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। যাদের মধ্যে হাতে গোনা দুই-একজন হিন্দু বাদে বাকিরা মুসলিম।’

ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, সেদেশে করোনাভাইরাস সংক্রমণ লাফিয়ে বাড়ছে। প্রতি ঘণ্টায় প্রায় ২০ জন করে এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন! আগের সব রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৭৮ জন। সর্বশেষ তথ্য অনুযায়ী দেশটিতে আক্রান্তের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৯১ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
asif ৪ এপ্রিল, ২০২০, ৭:০৬ পিএম says : 0
Ha ha ha ho ho ho he he he...
Total Reply(0)
আল আমিন ৪ এপ্রিল, ২০২০, ১০:০৮ পিএম says : 0
ওরাতো আগের থেকেই কঠর মুসলিম বিরোধী
Total Reply(0)
আল আমিন ৪ এপ্রিল, ২০২০, ১০:০৮ পিএম says : 0
ওরাতো আগের থেকেই কঠর মুসলিম বিরোধী
Total Reply(0)
মোঃ আশরাফ-উলআলম ৪ এপ্রিল, ২০২০, ১০:৩৩ পিএম says : 0
মুসলিম বিদ্বেষীী মোদী সরকারের কথার বিশ্বাসযোগ্যতা নেই।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন