বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ইসরায়েলে গোঁড়া ইহুদি অধ্যুষিত বেনি ব্রাক শহর লকডাউন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২০, ৬:২৯ পিএম

ইসরায়েলের মধ্যে এ শহরটিতে করোনাভাইরাসের সংক্রমণ সবচেয়ে বেশি হয়েছে। যে শহরটিকে লকডাউন করা হয়েছে, সেটির নাম বেনি ব্রাক এবং এটি তেল আবিব শহরের উপকণ্ঠে। -বিবিসি বাংলা
ইসরায়েলের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা জানান, বেনি ব্রাক শহরে দুই লাখ মানুষ বসবাস করে। তাদের মধ্যে ৪০ শতাংশ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে স্বাস্থ্য কর্মকর্তারা আশংকা করছেন।
শহরটির বাসিন্দাদের বলা হয়েছে, তারা যেনো বাড়ির ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে অবস্থান করেন। এছাড়াও গণ জমায়েত নিষিদ্ধ করা হয়েছে এবং বাড়ির বাইরে যেতে হলে মাস্ক পড়তে নির্দেশনা দেয়া হয়েছে।
শহরটিতে বসবাসরত প্রায় ৪৫০০ বয়স্ক মানুষকে কোয়ারেন্টাইনের জন্য নির্ধারিত হোটেলে নিয়ে যাওয়া হবে। ইসরায়েলে অনেক গোঁড়া ইহুদিরা করোনাভাইরাস সংক্রমণ ঠেকানোর জন্য সরকারের নির্দেশিত পদক্ষেপগুলো মেনে চলছেন না।
ধর্মীয় কারণে তারা ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার না করায় বিশ্বে কী ঘটছে, সে সম্পর্কে তাদের প্রায় ধারণাই নেই। সংক্রমণ ঠেকাতে ইসরায়েলে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হলেও গোঁড়া ইহুদি অধ্যুষিত শহরগুলোতে ধর্মীয় জমায়েত অব্যাহত ছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন