সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

করোনায় গায়কের মৃত্যু

দ্য নিউ ইয়র্ক টাইমস | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২০, ১২:০১ এএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন ‘এইন্ট নো সানশাইন’ ও ‘লিন অন মি’ গানের গায়ক বিল উইথার্স (৮১)। সত্তর দশকের জনপ্রিয় মার্কিন গায়ক বিল উইথার্সের পরিবারিক সূত্রে জানা গেছে গত ৩০ মার্চ তিনি লস আঞ্জেলসে মারা গেছেন।

বিল উইথার্স অনেকদিন ধরেই হার্টের সমস্যায় ভুগছিলেন। এমন কী ১৯৮৫ সালের পর আর কোনও গানও প্রকাশ করেননি এই শিল্পী। তবে ৭০ দশকের গানও গানগুলো তাকে মানুষের হৃদয়ে স্থান দিয়েছে।
এখনো সংগীতপ্রেমীদের মুখে মুখে ফেরে সেই গান। মৃত্যুর পরও তার ‘লিন অন মি’ গানটি ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সেই গান শেয়ার করে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন ভক্তরা।

এই কয়দিনে করোনাভাইরাস কেড়ে নিয়েছে আরও বেশক›জন গুণী মানুষের প্রাণ। এর আগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন এমি ও গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী শিল্পী অ্যাডাম শ্লেসিংগার, ‘স্টার ওয়ারস’ ফ্র্যাঞ্চাইজির অভিনেতা অ্যান্ড্রুু জ্যাক, জাপানি কৌতুক অভিনেতা কেন শিমুরা, আমেরিকান অভিনেতা মার্ক ব্লাম, আমেরিকান কান্ট্রি সংগীতশিল্পী জো ডিফি, ব্রিটিশ কৌতুকাভিনেতা ইডি লার্জ প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন