শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

কাজী শাহরিয়ার সড়কের প্রধান প্রকৌশলী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২০, ১২:০১ এএম

সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ পেয়েছেন কাজী শাহরিয়ার হোসেন। তিনি দক্ষিণ এশীয় উপ-আঞ্চলিক বাণিজ্যিক সহযোগিতার (সাসেক) প্রকল্প পরিচালক ছিলেন।

গত শনিবার (৪ এপ্রিল) প্রেসিডেন্টের আদেশক্রমে তাকে প্রধান প্রকৌশলী হিসেবে পদায়ন করা হয়। সদ্য সাবেক প্রধান প্রকৌশলী আশরাফুল ইসলামের মেয়াদ শেষ হয় হওয়ায় তার স্থলাভিষিক্ত হন কাজী শাহরিয়ার। সড়ক ও জনপথ অধিদফতরের ‘সিনিয়রিটি’ মেনেই নিয়োগ পেয়েছেন কাজী শাহরিয়ার।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্র জানায়, কাজী শাহরিয়ার ছিলেন সাসেক-২ এর প্রকল্প পরিচালক ও সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী। বর্তমানে তার অধীনে উত্তরাঞ্চলের বহুল কাঙ্খিত ছয় লেনের সড়ক নির্মাণ প্রকল্প সাসেক-২ এর (সাউথ এশিয়া সাবরিজওনাল ইকোনিক কো-অপারেশন) প্রকল্পে প্রায় ১৯০ কিলোমিটার দীর্ঘ ছয় লেনের জাতীয় মহাসড়ক নির্মাণ চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন