শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

উই দিচ্ছে অনলাইনে স্মার্ট সলিউশনস কেনার সুবিধা

প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট ঃ স্মার্ট সলিউশনস অনলাইনে কেনার সুযোগ নিয়ে এলো সলিউশনভিত্তিক দেশীয় অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র্যান্ড উই। সম্প্রতি থেকে আনুষ্ঠানিকভাবে স্মার্ট সলিউশনস অনলাইনে কেনার সুবিধা চালু করেছে প্রতিষ্ঠানটি। যঃঃঢ়://ংযড়ঢ়.বি.হবঃ.নফ/ ঠিকানায় গিয়ে অনলাইন পেমেন্টের মাধ্যমে কেনা যাবে উই স্মার্ট সলিউশনস। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, মোবাইল ব্যাংকিং এবং ক্যাশ অন ডেলিভারি (সিওডি) অপশনগুলো থেকে যেকোনো একটি ব্যবহার করার সুবিধা রেখেছে উই। সবধরনের অর্থ লেনদেন হবে বাংলাদেশী টাকায় এবং সবরকম ক্রেডিট ও ডেবিট কার্ডের গোপনীয়তা ও নিরাপত্তা সুরক্ষিত থাকবে। স্বাচ্ছন্দ্যে ক্রয় করতে খুব সহজ করে সাজানো হয়েছে উই’র ইকমার্স সাইটটি। ক্যাটাগরি নির্বাচন করে বর্তমান বাজারে থাকা স্মার্ট সলিউশনসের মডেল ক্রয় করতে পারবেন ক্রেতারা। নির্দিষ্ট পণ্যের সম্পর্কে জানতে বিস্তারিত তথ্য অপশনে ক্লিক করতে হবে। এছাড়া পণ্য কিনতে হলে সম্মানিত ক্রেতা উই’র ওয়েব পেইজে লগ-ইন করে অ্যাড টু কার্ট অপশনে ক্লিক করে উই স্মার্ট সলিউশনস কিনতে পারবেন। চেকআউট’-এ ক্লিক করলে পেমেন্ট অপশন এবং ঠিকানা নির্ধারণের পর অর্ডার কনফার্ম করলে আমরা ইপে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে ক্রেতাকে। নির্ভুল পেমেন্ট তথ্য দিয়ে নিশ্চিত হবে অনলাইন অর্ডার। ই-স্টোর থেকে অর্ডার করলেও কোনো ধরনের হিডেন বা লুকানো চার্জ নেই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন