শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ওসমানীনগরে গুলিবিদ্ধসহ আহত ২

প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ফেসবুকে মন্তব্যের জের
বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা : ফেসবুকে বিরূপ মন্তব্যের জের ধরে সিলেটর ওসমানীনগরে একজন গুলিবিদ্ধসহ ২ সহোদর আহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টায় উপজেলার সাদীপুর ইউনিয়নের সাদীপুর গজিয়া ইব্রাহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন, ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউনিয়নের গজিয়া ইব্রাহিমপুর গ্রামের রহমত উল্লাহ ছেলে আবদুল মালেক (৩৭) ও সায়েম আহমদ (২৫)। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তী করা হয়েছে। আহতদের মধ্যে সায়েম গুলিবিদ্ধ বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গজিয়া ইব্রাহিমপুর গ্রামের মালেক মিয়া তার ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাদীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির উদ্দিন আহমদকে নিয়ে বিরূপ মন্তব্যের জের ধরে গতকাল শুক্রবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের পার্শ্ববর্তী গজিয়া গ্রামের মসজিদের সামনে চেয়ারম্যানের পক্ষের লোকজনের সাথে মালেকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে সায়েম গুলিবৃদ্ধসহ মালেক আহত হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন