বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

সিঙ্গাপুরে কোয়ারেন্টাইন শ্রমিকরা বেতন পাবেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২০, ১২:০১ এএম

করোনায় আক্রান্তের হার বাড়তে থাকায় ২০ হাজার বিদেশি শ্রমিককে কোয়ারেন্টাইনে রেখেছে সিঙ্গাপুর। রোববার স্টেইটসটাইমস এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, এস১১ ডরমেটরি ও তোহ গুয়ান এলাকার ওয়েস্টলাইট ডরমেটরির ২০ হাজার শ্রমিককে তাদের কক্ষে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সিঙ্গাপুরের মানবসম্পদ মন্ত্রী জোসেফিন তিও বলেছেন, ‘প্রধান উদ্দেশ্য হচ্ছে কেবল আমাদের নাগরিকই নয় বরং আমাদের অর্থনীতিতে যারা সহযোগিতা করছে সেই বিদেশি শ্রমিকসহ সবার স্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করা। আমরা বিদেশি শ্রমিকদের নিশ্চিত করতে চাই, যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেটি তাদের কল্যাণের জন্যই।’ তিনি জানান, শ্রমিকরা এই কোয়ারেন্টাইনে থাকার সময় বেতন পাবেন। তারা স্বদেশে স্বজনদের কাছে অর্থও পাঠাতে পারবেন। এদিকে রোববার সিঙ্গাপুরে আরও ১২০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১১৬ জন স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন। আক্রান্তদের একটি বড় অংশই শ্রমিক। তবে তারা কোন কোন দেশের তা জানানো হয়নি। বিবিসি লিখেছে, এক রুমে কতজন অবস্থান করবেন তা নির্ভর করে ডরমিটরি ভেদে। ২০১৫ সালে একটি নতুন কমপ্লেক্স পরিদর্শন করে বিবিসি। তাতে দেখা যায় গড়ে প্রতি রুমে অবস্থান করেন ১২ জন শ্রমিক। এখন নতুন করে যে ব্যবস্থা নেয়া হয়েছে তার অধীনে শ্রমিকরা তাদের বেতন পাবেন। তাদেরকে তিনবেলা খাবার দেয়া হবে। পাবেন মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও থার্মোমিটার। থার্মোমিটার ব্যবহার করে প্রতিদিন দু’বার তাপমাত্রা রেকর্ড করতে হবে। বিবিসি, স্টেইটস টাইমস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন