রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

অ্যান্টিভাইরাস বানাতে দান

ডেইলি মেইল | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২০, ১২:০১ এএম

করোনার অ্যান্টিভাইরাস বানাতে চলছে গবেষণা। এ কাজে বিল গেটসদের ফাউন্ডেশনে অর্থসহায়তা দিলেন জনপ্রিয় মার্কিন পপ কুইন ম্যাডোনা। তিনি প্রতিষেধক উদ্ভাবনে গবেষণা তহবিলে এক লাখ মার্কিন ডলার দিয়েছেন।
করোনাভাইরাসের টিকা নিয়ে গবেষণা করছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। এ অর্থসহায়তা প্রসঙ্গে তিনি বলেন, ‘অসাধারণ এক উদ্যোগ নিয়েছে তারা। করোনাভাইরাস ধনী-দরিদ্র কাউকেই ছাড় দেবে না। তাই সবাই মিলেই একে প্রতিহত করতে হবে।’
নিজের ব্যক্তিগত ওয়েবসাইটে ম্যাডোনা লিখেছেন, ‘কোভিড-১৯-এর প্রতিষেধক উদ্ভাবনে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সঙ্গে যোগ দিতে যাচ্ছি। আমাদের স্বাস্থ্যকর্মী, বন্ধু ও স্বজনরা এ ভাইরাসের প্রাদুর্ভাবে ভীষণ ঝুঁকির মধ্যে আছে। মানুষকে বাঁচাতে কাজ করে যাওয়া গবেষণা, চিকিৎসক ও পেশাজীবীদের শ্রদ্ধা জানাই।’
করোনাভাইরাসকে নির্মম সমীকরণকারী উল্লেখ করে ম্যাডোনা লিখেছেন, ‘কোভিড-১৯ দেখছে না কে ধনী কে গরিব, কে কতটা খ্যাতিমান, কে কতটা মজার মানুষ, কে কতটা স্মার্ট। সে দেখছে না কোন মানুষটি কোথায় থাকে, বয়স কম নাকি বেশি। সে এক নির্মম সমীকরণকারী।’
তিনি আরও লেখেন, ‘কোবাইড-১৯ সব মানুষকে সমানভাবে চোখে দেখে। এ ভাইরাসটি একদিকে ভয়ঙ্কর, অন্যদিকে ইতিবাচক। ভয়ঙ্কর এই অর্থে যে, সে নানা দিক থেকে সবাইকে সমান অসহায় করে দিচ্ছে। এটা ইতিবাচকও। আসলে আমরা সবাই এক জাহাজের যাত্রী। জাহাজটা ডুবে গেলে আমরা সবাই তলিয়ে যাব।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন