স্টাফ রিপোর্টার : গুলশানের হলি আর্টিসান বেকারিতে এবং কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাতের পাশে বর্বরোচিত জঙ্গি হামলার পর দেশের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গতকাল জুমার নামাজের সময়েও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। জুমার নামাজের আগে মসজিদের চতুর্দিকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। মসজিদে প্রবেশপথে মুসল্লিদের দেহ তল্লাশি করা হয়। এছাড়া উত্তর ও দক্ষিণে আর্চওয়ে বসানো ছিল। ফলে মুসল্লিদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মসজিদে প্রবেশ করতে হয়েছে। এতে মুসল্লিদের ভোগান্তির কবলে পড়তে হয়েছে।
বায়তুল মুকাররম মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মহিউদ্দিন কাসেমী জুমার নামাজের আগে বয়ানে বলেন, অশান্তি সৃষ্টির জন্য সন্ত্রাসী কার্যকলাপ করা হচ্ছে। হামলাকারীরা সংখ্যায় কম, তাদের ভয়ে আমাদের পিছিয়ে থাকা যাবে না। সমাজের সবার সম্মিলতিভাবে এসব অপশক্তির বিরুদ্ধে অবস্থান নিতে হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন