রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

শেখ হাসিনার কারাবরণ দিবস আজ

প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ১৬ জুলাই। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবরণ দিবস আজ। ২০০৭ সালের এই দিনে সামরিক বাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চাঁদা দাবির অভিযোগের একটি মামলায় রাজধানীর ধানমন্ডির বাসভবন সুধা সদন থেকে বঙ্গবন্ধুকন্যাকে গ্রেফতার করে মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে হাজির করেন। এরপর জাতীয় সংসদ ভবনের পাশে একটি বিশেষ কারাগারে প্রায় ১১ মাস অন্তরীণ ছিলেন শেখ হাসিনা। অন্যান্য বছর এ দিনটিকে আওয়ামী লীগ জনঅধিকার হরণ দিবস হিসেবে পালন করে থাকলেও এ বছর বিভিন্ন কারণে দলীয়ভাবে কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি। এছাড়া, অন্যান্য বছর এ দিনকে কেন্দ্র করে দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা দলীয় সভানেত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেও তিনি মঙ্গোলিয়ায় আসেম সম্মেলনে থাকায় এ বছর তাও হচ্ছে না বলে দলীয় সূত্রে জানা গেছে।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদ ইনকিলাবকে বলেন, নেত্রীর কারাদিবসে আমরা দোয়া ও আলোচনা করে থাকি। এ বছর কেন্দ্রীয়ভাবে আওয়ামী লীগ আমাদের কোনো নির্দেশনা দেয়নি। সে কারণে আপাতত আমাদের কোনো কর্মসূচি নেই। তবে আমরা নেতাকর্মীরা নেত্রীর জন্য দোয়া করব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন