করোনাভাইরাস সংক্রমণ রোধে ২৬শে মার্চ থেকে দেশে সাধারণ ছুটি চলছে। এ ছুটি চতুর্থ দফায় আবারো বাড়ানো হয়েছে। ১৫ই এপ্রিল থেকে ২৫শে এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি থাকবে বলে জানিয়েছে মন্ত্রীপরিষদ বিভাগ।
আজ শুক্রবার এ তথ্য জানানো হয়।
এর আগে ২৬শে মার্চ থেকে ৪ঠা এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। পরবর্তীতে ১১ই এপ্রিল ও ১৪ই এপ্রিল পর্যন্ত দুই দফা ছুটির মেয়াদ বাড়ানো হয়।
এদিকে সরকারের সাধারণ ছুটির পাশাপাশি সমানতালে বন্ধ রয়েছে দেশব্যাপি গণপরিবহন চলাচল। সে সঙ্গে দোকান মালিক সমিতিও মার্কেট ও সুপার মার্কেট বন্ধ রেখেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন