বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

করোনা নেই, ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

করোনা নিয়ে সারা বিশ্বের ব্যস্ততার মধ্যেই উত্তর কোরিয়া চারটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে জানা গেছে। দেশটিতে এখনও কেউ করোনায় আক্রান্ত হননি বলে দাবি করা হয়েছে। করোনার আক্রমণ ঠেকাতে ইউরোপের আগেই প্রস্তুতি শুরু করেছিল উত্তর কোরিয়া। জানুয়ারির শেষে সরকারি পত্রিকা ‘রডং সিনমুম’ করোনার বিরুদ্ধে যুদ্ধকে জাতীয় অস্তিত্ব টিকিয়ে রাখার সঙ্গে তুলনা করেছিল। এরপর থেকে এখন পর্যন্ত উত্তর কোরিয়ায় ঢোকা ও বের হওয়ার উপর নিষেধাজ্ঞা রয়েছে। বিমান ও ট্রেন চলাচল স্থগিত আছে। স্কুল, বিশ্ববিদ্যালয় বন্ধ আছে। ক‚টনীতিকসহ সব বিদেশিদের ৩০ দিনের কোয়ারান্টিনে রাখা হয়েছিল। এমনকি দেশটির সামরিক বাহিনীও লকডাউন অবস্থায় ছিল বলে গত ১৩ মার্চ জানিয়েছিলেন সাউথ কোরিয়ায় নিয়োজিত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কমান্ডার জেনারেল রবার্ট অ্যাডামস। টানা ২৪ দিন উত্তর কোরিয়ার বিমানবাহিনীর কোনো বিমান ওড়েনি বলেও জানান তিনি। লকডাউন শেষে উত্তর কোরিয়ার সামরিক বাহিনী আবার নিয়মিত কাজ শুরু করেছে বলে জানিয়েছেন জেনারেল অ্য়াডামস। ইতিমধ্যে চারটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর পাওয়া গেছে। এর মধ্যে তৃতীয় পরীক্ষার পরদিন ২২ মার্চ উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিম জং উনকে একটি ব্যক্তিগত চিঠি লিখেছেন। চিঠিতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের পাশাপাশি করোনা মোকাবিলায় সহযোগিতার কথা বলা হয়েছে বলে জানায় কেসিএনএ। হোয়াইট হাউস চিঠির বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত জানায়নি। ডয়চে ভেলে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন