বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নতুন বছরেও কঠোর পরিশ্রম করব : কিম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২১, ১২:০২ এএম

নববর্ষ উপলক্ষে উত্তর কোরিয়ার শাসক কিম জং-উন জনগণের উদ্দেশে এক চিঠি দিয়েছেন এবং তার বাবা ও দাদার সমাধি পরিদর্শন করেছেন। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ’র বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে। তবে প্রতি বছরের মতো এবারও নববর্ষে কিম কোনো ভাষণ দিয়েছেন কিনা তা জানা যায়নি। চিঠিতে কিম বলেন, ‘নতুন যুগ দ্রুত এনে দিতে আমি নতুন বছরেও কঠোর পরিশ্রম করব। সেই যুগে আমাদের জনগণের আদর্শ ও আকাক্সক্ষাগুলি সত্যে পরিণত হবে।’ কঠিন সময়েও শাসক দলের ওপর ভরসা ও সমর্থন অব্যাহত রাখায় চিঠিতে জনগণের প্রতি ধন্যবাদ জানান কিম। করোনাভাইরাসের সংক্রমণরোধে কঠোর বিধিনিষেধ আরোপ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ফলে উত্তর কোরিয়ার জনগণ কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। এ কারণে জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ায় এর আগে ক্ষমা চেয়েছিলেন কিম। উত্তর কোরিয়া জানিয়েছে তাদের দেশে এখন পর্যন্ত কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। তবে দক্ষিণ করোয়া ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, এমনটা হওয়া অসম্ভব। সংক্রমণরোধে বর্ডারে লকডাউনসহ অন্যান্য বিধিনিষেধ আরোপের ফলে উত্তর কোরিয়ার অর্থনীতি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। কেসিএনএ’র ছবিতে দেখা গেছে, নববর্ষ উদযাপনে অনেক মানুষ মাস্ক পরিহিত অবস্থায় রাজধানী পিয়ংইয়ং-এর প্রধান স্কয়ারে জড়ো হয়ে কনসার্ট ও আতশবাজী উপভোগ করছেন। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন