মহামারী করোনাভাইরাসে বিধ্বস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। প্রতিদিন প্রাণ যাচ্ছে অসংখ্য মানুষের। এবার দেশটির জনপ্রিয় অভিনেতা অ্যালেন গারফিল্ড (৮০) মারা গেলেন করোনায় আক্রান্ত। হলিউড অভিনেতার সহশিল্পী রোসে বø্যাকেলি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে তার মৃত্যুর খবর জানিয়েছেন।
বø্যাকেলি ফেসবুকে লিখেছেন, ‘তার আত্মার শান্তি কামনা করছি। তিনি অসাধারণ একজন অভিনেতা ছিলেন। কিন্তু করোনাভাইরাসের কাছে হেরে যেতে হলো তাকে।’
১৯৬৮ সালে ফিচার ফিল্ম ‘অরগে গার্লস’-এর মধ্য দিয়ে হলিউডে পা রাখেন গারফিল্ড। এরপর তাকে দেখা গেছে ‘নাসভিলে’ এবং ‘দ্য স্ট্যান্ট ম্যান’-এর মতো জনপ্রিয় ছবিতে। অভিনয় শুরুর আগে বক্সিং করতেন গারফিল্ড। পাশাপাশি একজন স্পোর্টস রিপোর্টারও ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন