ঝিনাইদহ জেলা সংবাদদাতা : নিখোঁজের ৪১ দিন পর শনিবার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হরিগোবিন্দপুর গ্রামের মিলন হোসেনকে ‘বন্দুকযুদ্ধের’ পর বোমা ও গুলিসহ গ্রেফতারের দাবি করেছে পুলিশ। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি, তাজা বোমা, হাসুয়া ও তরবারি উদ্ধার করেছে। পুলিশের দাবি মিলন হোসেন (২৭) নিয়ামতপুর ইউনিয়ন ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক ও একই গ্রামের আরিফ হোসেনের ছেলে। কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই ইমরান আলম জানান, কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল এলাকায় ২০/২৫ জনের একদল দুর্বৃত্ত অস্ত্র, গুলি বোমা নিয়ে জড়ো হয়ে নাশকতা ঘটনোর জন্য গোপন বৈঠক করছিল। খরব পেয়ে শনিবার ভোরে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে দুইটি বোমার বিস্ফোরণ ঘটায়। পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ২৫ মিনিট গোলাগুলির পর শিবির নেতা মিলনকে পুলিশ আটক করতে সক্ষম হয়। এ সময় মহিবুল ইসলাম নামের এক কনস্টেবল আহত হন। তাকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, মিলনের নামে কালীগঞ্জ থানায় নাশকতার ৫টি মামলা রয়েছে। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মামলা হয়েছে। এদিকে বিভিন্ন সংবাদ মাধ্যমে আগেই খবর বের হয় মিলন হোসেনকে গত ৪ জুন সাদা পোশাকের লোকজন পুলিশ পরিচয় দিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এ ঘটনার পর থেকে পরিবারটি শোকে মুহ্যমান। তারা সাংবাদিকদের কাছে ছেলের কোন ছবি দিতেও রাজি হননি। ছেলে নিখোঁজ হলে মিলনের বাবা আরিফ হোসেনও কালীগঞ্জের সাংবাদিকদের দ্বারস্থ হয়েছিলেন। তবে তারা থানায় কোন জিডি করেনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন