শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ময়মনসিংহে নিখোঁজের তালিকায় ৭ যুবক

প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ময়মনসিংহ আঞ্চলিক অফিস : ময়মনসিংহে ৭ যুবকের নিখোঁজের তালিকা তৈরি করেছে পুলিশ। দীর্ঘদিন যাবৎ এসব যুবকের কোনো হদিস না পেয়ে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তাদের পরিবার।
এ ঘটনায় উদ্বিগ্ন পরিবার তাদের অপেক্ষায় দিন গুনছেন। কেন এবং কী কারণে এসব যুবক অনেক দিন যাবৎ নিখোঁজ রয়েছেন তারা কোনো উগ্রপন্থি সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়েছে কি না এসব বিষয়সমূহও খতিয়ে দেখছে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের তথ্যানুযায়ী নিখোঁজ যুবকরা হলেনÑগফরগাঁও উপজেলার ধামাইল গ্রামের আবুল হোসেনের ছেলে ফরহাদ মিয়া (১৫), ধোবাউড়া উপজেলার গোপিনপুর গ্রামের মুজাহিদুর রহমান (১৩), ফুলবাড়ীয়া উপজেলার জোরবাড়িয়া গ্রামের আবুল হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন (২৮), একই উপজেলার ভবানীপুর টানপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে জহিরুল ইসলাম (১৬), কৈয়ারচালা গ্রামের রফিজ উদ্দিনের ছেলে মো: নায়েদুল্লাহ (১২)।
এছাড়া ভালুকা উপজেলায় বসবাস করা শুভ্রা কুবি ২০১৬ সালের ১৮ এপ্রিল এক সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন, তাদের বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বড়গজনী গ্রামে। তার ভাই রাজেশ কুবি (২৪) নিখোঁজ রয়েছেন।
একইভাবে হালুয়াঘাট থানায় গত বছরের ২৩ মার্চ স্থানীয় আকনপাড়া গ্রামের ব্যবসায়ী রিপন সাহা এক সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন, কক্সবাজার জেলার উখিয়া থানার আব্দুর রহমান যতি (২৮) নামে একজন নিখোঁজ রয়েছেন।
ময়মনসিংহের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (ডিএসবি) নূরে আলম জানান, গত এক বছর যাবৎ এরা নিখোঁজ রয়েছে। কিন্তু তারা আদৌ কোন জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত হয়েছে কি না সেটি যাচাই-বাছাই করা হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন