শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২০, ১১:৫০ পিএম

রিয়ার এডমিরাল শেখ মো. আবুল কালাম আজাদ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন। গতকাল বিদায়ী চেয়ারম্যান রিয়ার এডমিরাল জুলফিকার আজিজের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এ সময় বন্দরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শেখ মো. আবুল কালাম আজাদ ১৯৬৭ সালের ৩০ এপ্রিল কুষ্টিয়া জেলার কুমারখালীর সভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা শেখ ওসমান গণি এবং মাতা মিসেস খোদেজা বেগম। তিনি ১৯৮৫ সালে বাংলাদেশ নৌ-বাহিনীতে যোগদান করেন এবং এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। দেশে-বিদেশে বিভিন্ন পেশাগত কোর্সে কৃতিত্বের স্বাক্ষর রাখেন তিনি।
যুক্তরাজ্যের ব্রিটানিয়া রয়্যাল নেভাল কলেজ থেকে আন্তর্জাতিক সাব লেফটেন্যান্ট কোর্স, লন্ডনের রয়্যাল নেভাল কলেজ থেকে প্রাথমিক স্টাফ কোর্স, তুরস্ক থেকে তার্কি ভাষা ও গানারী স্পেশালাইজেশান কোর্স, ভারত থেকে ইন্টারন্যাশনাল হিউমেনিটেরিয়ান ‘ল’ কোর্স, যুক্তরাষ্ট্র থেকে এক্সিকিউটিভ ডিসিশন মেকিং কোর্স সম্পন্ন করেন তিনি। এছাড়া তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে এনডিসি কোর্স সম্পন্ন করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মো: সালাহ উদ্দীন ৩০ এপ্রিল, ২০২০, ১:০১ পিএম says : 0
আমি এক জন মালয়েশিয়া প্রবাসী আমি একটা ট্রেক্টার নিতে চাই ৫০ এর দাম কত
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন