শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বিসিআইসির কারখানায় উৎপাদন অব্যাহত

প্রেস বিজ্ঞপ্তি : | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২০, ১১:৪৯ পিএম

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) করোনাভাইরাসজনিত মহামারী পরিস্থিতিতে বা মহামারী উত্তর সময়ে খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী কৃষক পর্যায়ে সার,বীজ সরবরাহ নিশ্চিত করতে নির্দেশ প্রদান করেছেন। করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়-এর নির্দেশনা অনুসরণ করে কর্মকর্তাদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করে উৎপাদন সচল রাখা হয়। বিসিআইসি-এর ৬টি সার কারখানার মধ্যে ৩টি কারখানা বর্তমানে চলমান রয়েছে। অন্য ৩টি কারখানা সংক্ষিপ্ত নিয়মিত মেরামতি কাজ চলছে, খুব শীঘ্রই কারখানাগুলো চালু হবে। 

বর্তমানে বিসিআইসি-এর কারখানা ও বাফার গুদামসমূহে পর্যাপ্ত ইউরিয়া সারের মজুদ রয়েছে। কৃষি মন্ত্রণালয়ের চাহিদা অনুসারে আগামী বোরো মৌসুম পর্যন্ত ইউরিয়া সারের কোন সঙ্কট হবেনা আশা করা যায়। সাধারণ ছুটি শুরু হওয়ার পর থেকেই বিসিআইসির চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিদিন ভিডিও কনফেরেন্সের মাধ্যমে কারখানার ব্যবস্থাপনা পরিচালক, বিসিআইসি পরিচালনা পর্ষদ ও ঊর্ধতন কর্মকর্তাগণের সাথে যোগাযোগ রেখে কারখানার শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাগণের সার্বিক স্বাস্থ্য নিরাপত্তা, সার উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন