মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ডি-৮ শীর্ষ সম্মেলন পেছানোর প্রস্তাব ঢাকার

কূটনৈতিক সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২০, ১১:৫০ পিএম

আগামী মে মাসের ৩০-৩১ তারিখ ডি-৮ এর শীর্ষ সম্মেলন হওয়ার কথা ছিল ঢাকায়। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুুতিও নেওয়া ছিল। বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে জানিয়েছিলেনও বাংলাদেশকে। কিন্তু করোনাভাইরাসের কারণে ওই অনুষ্ঠান করা সম্ভব হচ্ছে না। তাই এই সম্মেলন পিছিয়ে দেওয়ার জন্য বর্তমান চেয়ারম্যান তুরস্ককে চিঠি দিয়েছে বাংলাদেশ।
গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি তুরস্ককে এ বিষয়ে একটি চিঠি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। চিঠিতে তিনি প্রস্তাব করেছেন শীর্ষ সম্মেলনের তারিখ পিছিয়ে দেওয়ার জন্য।
ডি-৮ এর সদস্যরা হচ্ছে বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক।
এদিকে, ছয় মাস আগে ডি-৮ এর স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা প্রোগ্রামের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ওই কার্যক্রমের আওতায় আটটি দেশের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা কীভাবে কোভিড-১৯ মহামারি মোকাবিলা করা যায়, সেটি নিয়ে আগামী বৃহস্পতিবার এক ভার্চুয়াল বৈঠকে মিলিত হবেন। বাংলাদেশের নেওয়া এই উদ্যোগে দেশগুলো কীভাবে এই পরিস্থিতি মোকাবিলা করছেন এবং তাদের কার্যকর ব্যবস্থাগুলো সম্পর্কে একে অপরকে অবহিত করবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন