শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

করোনায় সুরক্ষা দাবিতে ধর্মঘটে যাচ্ছে অ্যামাজন কর্মীরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২০, ৬:০০ পিএম

প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণ রোধে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা না রাখার প্রতিবাদে ধর্মঘটে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের কর্মীরা। এ মহামারিতে কর্মক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি জোরদার করতেই তারা এ সপ্তাহে ধর্মঘটের ডাক দিয়েছে।- সিএনবিসি
দেশটির শ্রমিক সংঘ ইউনাইটেড ফর রেসপেক্ট জানায়, অন্তত ৫০টি দাবি নিয়ে একত্রিত হতে যাচ্ছে প্রতিষ্ঠানটির ৩০০ এর অধিক কর্মী। অংশগ্রহণকারীরা প্রতিবাদ হিসেবে কর্মবিরতিতে যাবে। বুধবার শুরু হওয়া এ আন্দোলন চলবে সপ্তাহজুড়ে। একেকজন কর্মীর কর্মঘণ্টা একেক সময় হওয়ায় এ আন্দোলন বেশ কয়েক দিন চলবে বলেও জানায় শ্রমিকসংঘ। মনিকা মুডি নামে শ্রমিক সংঘের এক কর্মী জানান, অ্যামাজন কর্তৃপক্ষ করোনা প্রতিরোধে কর্মীদের পর্যাপ্ত সুরক্ষা দিচ্ছে না। তাই, কোন উপায় না পেয়ে আমরা কাজে কাল স্ট্রাইকে যাচ্ছি।
তিনি আরও বলেন, কর্মীদের প্রতি প্রতিষ্ঠানের সুনজর প্রত্যাশা করছি। আমরা প্রতিষ্ঠান থেকে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা চাই। যদি প্রতিষ্ঠানটি দুই সপ্তাহ বন্ধ রেখে ভাইরাসমুক্ত করার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতায় কাজ করতো, তবে কোন সমস্যা ছিলো না। আমরা নিরাপত্তাবোধ করতাম, কাজে ফিরতে পারতাম। এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি অ্যামাজন কর্তৃপক্ষ। তারা বলছে, অল্প সংখ্যক কর্মী ধর্মঘটে যাচ্ছে। এতে প্রতিষ্ঠানটির কার্যক্রম অব্যাহত রাখতে সমস্যা হবে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন