শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

দ্বিতীয় দফায় ঢাকা ছাড়লেন ১৭৭ ব্রিটিশ নাগরিক

কূটনৈতিক সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

বাংলাদেশে আটকে পড়া ১৭৭ জন ব্রিটিশ নাগরিক ঢাকা ছেড়েছেন। গতকাল বৃহস্পতিবার ব্রিটিশ এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটে তারা ঢাকা ছাড়েন।

এর আগে ২১ এপ্রিল ২৬৪ জন ব্রিটিশ নাগরিক ঢাকা ত্যাগ করেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সোহেল কামরুজ্জামান এ তথ্য জানান। মূলত বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশন ব্রিটিশ এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটে নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে এ উদ্যোগ নিয়েছে। আগামী ২৫ ও ২৬ এপ্রিল আরও দুটি ফ্লাইট ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে ছেড়ে যাবে। প্রত্যেক যাত্রীর জন্য টিকিটের মূল্য রাখা হয়েছে ৬০০ পাউন্ড করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন