শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

লকডাউনেই ফিরেছে

এনডিটিভি | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২০, ১২:০৪ এএম

লকডাউনে স্তব্ধ গোটা ভারত। কিন্তু এরই মধ্যে একটা ভাল খবর, পৃথিবী যেন সুযোগ পেয়ে যাচ্ছে নিজের ক্ষতগুলি মেরামত করে নেওয়ার। বাতাসের দূষণ প্রায় অদৃশ্য। দূষণে কালো হওয়া নদীর পানি অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এমন পরিস্থিতিতে ৩০ বছর পর কলকাতায় দেখা মিলেছে ডলফিনের। গঙ্গা নদীতে তাদের লাফ-ঝাঁপের সাক্ষী হল শহর।
কলকাতার নদীঘাট থেকে দেখা গেছে গঙ্গার পানিতে দাপাচ্ছে ‘গঙ্গা ডলফিন’ বা শুশুকরা। নদীর পানি ক্রমেই বাড়তে থাকা দূষণের ধাক্কায় মিা পানিতে বসবাসকারী এই শুশুকরা বিপন্ন হয়ে পড়েছিল। ২০০৯ সালে কেন্দ্রীয় সরকার এই শুশুককে দেশের জাতীয় জলজ প্রাণী বলে ঘোষণা করে।
বর্ষীয়ান পরিবেশকর্মী বিশ্বজিৎ রায় চৌধুরীর দাবি, লকডাউনের ফলে হুগলি নদীর পানি অনেকটাই দূষণমুক্ত। এই কারণেই শুশুককে ফিরতে দেখা গেছে। তিনি বাবুঘাটেও কিছু শুশুককে খেলতে দেখেছেন।
তিনি বলেন, ৩০ বছর আগে কলকাতার বিভিন্ন ঘাটে শুশুকের দেখা মিলত। এরপর ক্রমশ দূষণ বাড়তে থাকায় এরা যেন অদৃশ্যই হয়ে গিয়েছিল। শুশুকের এই প্রত্যাবর্তন বুঝিয়ে দেয় গঙ্গার পানি অনেক বিশুদ্ধ হয়েছে। শুশুকের এই ফিরে আসা যেন নতুন করে মনে করিয়ে দেয়, যে প্রকৃতি ও সভ্যতাকে কেমন ভাবে হাত ধরাধরি করে এগিয়ে চলা উচিত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন