বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

কর্পোরেট

মাসের শেষের দিকে হতে পারে বিপিও সম্মেলন

প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : মাসের শেষের দিকে বিপিও সম্মেলন অনুষ্ঠিত হবে। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিপিও সামিট-২০১৬ শীর্ষক এ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রযুক্তি ব্যবসা পরিচালনা, ব্যবসার উন্নয়ন ও বিনিয়োগের আদর্শ দেশ হিসেবে বাংলাদেশকে বিশ্ব-দরবারে পরিচিত করতে দ্বিতীয়বারের মতো এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। এ সম্মেলনের মাধ্যমে সরকারের রূপকল্প-২০২১ বাস্তবায়নে বিপিও খাতের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হবে। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ সূত্রে জানা গেছে, শীঘ্রই সম্মেলনের তারিখ চ‚ড়ান্ত হবে। সম্মেলনে দেশি-বিদেশি তথ্যপ্রযুক্তিবিদ, গবেষক, সংশ্লিষ্ট খাতের সঙ্গে জড়িতরা অংশ নেবেন। আউটসোর্সিং খাতে পর্যাপ্ত জনবল তৈরি করতে দেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) সামিট। দুই দিনের এ সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। উপস্থিত থাকবেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রথমবারের মতো বিপিও সম্মেলন অনুষ্ঠিত হয় গত বছরের ৯ থেকে ১০ ডিসেম্বর। এবারও এ আন্তর্জাতিক সম্মেলনটি আয়োজন করছে সরকারের আইসিটি বিভাগ ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন