সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

করোনাও হার মানল

আউটলুক ইন্ডিয়া | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২০, ১২:০৪ এএম

অলৌকিক ঘটনার কথা শুনেনি এমন মানুষ পৃথিবীতে বেশি নেই। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সবার নিজ চোখে তা দেখার সৌভাগ্য হয় না।
এবার গোটা বিশ্বকে অচল করে দেয়া করোনাভাইরাস মহামারীর মধ্যেই তা আরও বিরল। স্পেনভিত্তিক পত্রিকা অলিভ প্রেস এমন একটি খবর দিয়েছে, যা সত্যিই অলৌকিক।
খবরে বলা হয়, আনা ডেল ভ্যালি নামের এক নারী প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯১৮ সালে স্প্যানিশ ফ্লুতে আক্রান্ত হয়েছিলেন। তখন তিনি শিশু ছিলেন এবং সুস্থ হয়ে ওঠেন প্রাণঘাতী ওই ভাইরাস থেকে। এবার করোনাভাইরাসও তার কাছে হার মেনেছে। এতে আক্রান্ত হওয়ার পর তিনি সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।
স্প্যানিশ ফ্লু মহামারী প্রায় ৩৬ মাস স্থায়ী হয়েছিল। আক্রান্ত হয়েছিলেন ৫০ কোটি মানুষ। প্রাণ হারায় পাঁচ থেকে দশ কোটি মানুষ, যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় তিন শতাংশ।
তখন থেকে প্রায় ১০২ বছর পরে আরেক বৈশ্বিক মহামারী করোনাভাইরাসকেও হারালেন ওই নারী। স্পেনের রোন্ডা এলাকায় তিনি বসবাস করেন।
আলকালা ডেল ভ্যালেতে একটি নার্সিং হোমে থাকেন। সেখানকার অন্যান্য ৬০ বাসিন্দার সঙ্গে তিনিও করোনায় আক্রান্ত হয়েছিলেন। এরপর তাকে লা লিনিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কয়েকদিন আগে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরেছেন তিনি। ১৯১৩ সালে তিনি জন্মগ্রহণ করেন। আগামী ছয় মাসের মধ্যে ১০৭ বছর বয়সে পা দিতে যাচ্ছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন