শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

মৃত্যুর ২১ দিন পর জীবিত!

বিবিসি | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২০, ১২:০৩ এএম

করোনাভাইরাসে আলবা মারুরি (৭৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে ঘোষণা দেয়া হয়। মৃত ঘোষণার পর আবার তিনি জীবিত হলেন তিনি। এমন অদ্ভুত ঘটনা ঘটেছে ল্যাটিন আমেরিকার দেশ ইকুয়েডরে।
কর্তৃপক্ষের একটি ভুলের কারণে এমন ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। আলবা মারুরিকে মৃত বলে ঘোষণা দেয়ার তিন সপ্তাহ পর দেখা গেল তিনি বেঁচে আছেন।

জানা যায়, হাসপাতালে চিকিৎসাধীন হয়ে করোনায় মারা গেছেন মারুরি। আর এই খবর তার পরিবারকে জানানো হয় গত মাসে। এমনকি তার সৎকারও করা হয়। এদিকে তিন সপ্তাহ পর গত বৃহস্পতিবার কোমা থেকে ফেরেন মারুরি এবং তার বোনকে ফোন দিয়ে খবর দিতে বলেন তিনি।

এতেই চাঞ্চল্য সৃষ্টি শুরু হয় এলাকাজুড়ে। এর মধ্যে প্রশ্ন উঠল, মারুরির নামে কাকে সৎকার করা হলো। এমন কি সৎকারের পর যে নিদর্শন মারুরির পরিবারকে পাঠানো হয়েছিল, সেটি কার ছিল!
এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছে। কিন্তু মারুরির নামে যাকে মৃত ঘোষণা করা হয়েছে, সেটি স্পষ্ট করেনি তারা।

ইকুয়েডরের গুয়ায়াস প্রদেশের গায়াকিল শহরের বাসিন্দা মারুরি। ওই অঞ্চলটি এখন করোনার এপিসেন্টার। সেখানে রাস্তায় রাস্তায় লাশ ফেলে যাচ্ছে মানুষ। এ মাসের মাঝামাঝি অন্তত এক হাজার ৪০০ লাশ উদ্ধার করেছে পুলিশ। যদিও কী কারণে এসব মৃত্যু সেটি স্পষ্ট করেনি কর্তৃপক্ষ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
মোহাম্মদ কাজী নুর আলম ২৭ এপ্রিল, ২০২০, ১:০০ এএম says : 0
েএভাবে শিরোনাম দেওয়া ঠিক হলো কি? তথ্যগত ভুলে এমনটি হয়েছে।
Total Reply(0)
কে এম শাকীর ২৭ এপ্রিল, ২০২০, ১:০১ এএম says : 0
মৃত্যুর পরে কি কেউ জীবিত হয়? এটা কি কোনো মুসলমানের বিশ্বাস করা ঠিক হবে???
Total Reply(0)
সাকা চৌধুরী ২৭ এপ্রিল, ২০২০, ১:০২ এএম says : 0
আমি তো ভেবেছিলাম আসলেই কেমতি কি। পড়ে দেখলাম আসলে ভুল তথ্য দেয়া হয়েছিল।
Total Reply(0)
সত্য বলবো ২৭ এপ্রিল, ২০২০, ১:০২ এএম says : 0
আল্লাহ তোমার হেদায়েত দান করুক, বাকি জীবন ইসলামের পথে আসো।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন