মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ডিএমপি কমিশনারের এসএমএস’এ আমরা সতর্ক উদ্বিগ্ন নই -আইনমন্ত্রী

প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ডিএমপি কমিশনারের পাঠানো মন্ত্রীদের কাছে (এসএমএস) সতর্ক বার্তার বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘আমরা পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছি। পুলিশের কাছে হয়তো কোনো আগাম তথ্য আছে। সেই তথ্যের ভিত্তিতে তারা আমাদের জানিয়েছে আমরা যেন সাবধানে থাকি। ‘বিষয়টি নিয়ে আমরা সতর্ক। তবে উদ্বিগ্ন নই।’ গতকাল মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এর আগে তিনি নেপালের আইন কমিশনের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন।
হামলার আশঙ্কায় পুলিশের পক্ষ থেকে মন্ত্রীদের সতর্ক করে এসএমএস করা হয়েয়েÑ এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘১ জুলাই যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এটাকে হাল্কাভাবে নেয়ার কোনো অবকাশ নেই। এ ঘঁনার থেকে আমরা বুঝতে পেরেছি, আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে।’
আনিসুল হক বলেন, ‘যখনই যে তথ্যাদি আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পান না কেন, প্রয়োজন অনুসাওে সেসব তথ্য বিশেষভাবে নিরাপত্তার জন্য সরকারে আসীন আছেন, তাদের তারা জানান। সেই ধারাবাহিকতায় ডিএমপির পুলিশ কমিশনার আমাদের জানিয়েছিলেন যে, তাদের কাছে এই সংবাদ আছে। আমরা যেন একটু সাবধান হই। আমি এখন পর্যন্ত শঙ্কা বোধ করছি না।’
তিনি বলেন, ‘এটা আপনারা দেখেছেন, ফ্রান্সে কী ঘটেছে, ইউএসএ-তে কী ঘটছে। সে ক্ষেত্রে আমার মনে হয়, আমাদের কিন্তু নিশ্চিত হওয়ার অবকাশ খুব কম। সেই জন্য আমরা সাবধানতা অবলম্বন করছি। সকলকে সাবধানতা অবলম্বন করতে আমরা অনুরোধ করছি।’ এসএমএসের পর মন্ত্রীরা চলাফেরা সঙ্কুচিত করছে কিনাÑ এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘দেখেন, সঙ্কুচিত বলব না। এরপরও শহীদ মিনারে র‌্যালি হয়েছে। ২০-২১ তারিখ আবার সেই র‌্যালি হবে। এগুলো করার সময় যতটুকু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, ততটুকু সাবধানতা যেন অবলম্বন করা হয়।’
মন্ত্রীদের নিরাপত্তা বাড়ানো হয়েছে কিনাÑ একজন সাংবাদিক জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘আমার মনে হয় না যে, আমাদের নিরাপত্তা বাড়ানো হয়েছে। যা আছে, তা আমরা মনে করি পর্যাপ্ত আছে। সারা দেশের লোককে নিরাপত্তা দেয়ার জন্য যা করা প্রয়োজন, যে জনবল নিয়োগ করা প্রয়োজন, সেটা করা হচ্ছে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন